‘নিজ বাড়ি নিজ হাসপাতাল, করোনামুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানে মাগুরা শ্রীপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। ইনজিনিয়াস হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান ড. রশিদুল হাসান এ মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন ও রোগী দেখেন।
দুই দিনব্যাপী এ ক্যাম্পের প্রথম দিনে আজ শুক্রবার শ্রীপুরের বিভিন্ন একলাকার ৩ শতাধিক রোগী বিনা মূল্যে চিকিৎসা সেবা নেন। আগামীকাল মাগুরা সদরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আজকের মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, প্রকল্পের উদ্যোক্তা প্রফেসর ড. রাশিদুল হাসান, ইনসেপ্টার উপ-মহা ব্যবস্থাপক জাহিদুল আলম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির, শ্রীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, লেখক, গবেষক জাহিদ রহমান ও ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রফেসর ড. রাশিদুল হাসান জানান, এ ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তারা তৃণমুল পর্যায়ে ১২ হাজার মানুষকে এ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়া তাদের লক্ষ্য।
বিডি প্রতিদিন/আল আমীন