কক্সবাজারের পেকুয়ায় ডিবি পুলিশের পৃথক দুটি দল অভিযান চালিয়ে চোরাই মোবাইলসহ তিন সহোদরকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৬৬টি চোরাই মোবাইল সেট উদ্ধার করেছে। গত ৭ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পেকুয়া চৌমুহনী ও টৈটং বাজারে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের পূর্ব টৈটং এলাকার মৃত মৌলভী আবুল হোসেনের ছেলে মো.হোসাইন (৩৫), মো. দেলোয়ার হোসেন (২৮) এবং মো. দিদার হোসাইন (৩০)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, খবর নিয়ে জেনেছি এরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সেট এনে এলাকায় বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে পেকুয়ায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার