রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামানিকের শঠিবাড়িতে ঢাকা- রংপুর মহাসড়কের পাশে একটি পাটের গোডাউন ও অটো রাইস মিল রয়েছে। সকাল ১০ টার দিকে গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
গোডাউনের মালিক রবিউল ইসলাম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট অথবা গোডাউনের পাশে একটি ওয়েলডিং কারখানা রয়েছে। সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
রংপুর ফায়ার সার্ভিসের ডিইডি সামছুজোহা জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার