ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় আজ মঙ্গলবার সকালে মাগুরা কৃষক লীগ প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে।
জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ পথসভা করে। জেলা কৃষক লীগের সভাপতি মিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, মইনুল ইসলাম পলাশ, মোয়াজ্জেম হোসেন, মহিউদ্দিন রানা, শহিদুল ইসলাম রেন্টু, রাজেশ চন্দ্র গোপাল প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়ন পর্যায় থেকে ধান-চাল ক্রয় কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/ফারজানা