ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে একজন নিহতসহ দুই জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও মহাসড়কের বালিয়া পুকুর নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও অভিমুখে ট্রাকটি বালিয়াডাঙ্গী আসার সময় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে পিছনের চাকায় পৃষ্ট হয় মোটরসাইকেল চালক আবু সাঈদ (২৫) ঘটনাস্থলেই মারা যান। নিহত আবু সাঈদ বালিয়াডাঙ্গী উপজেলার সেনগাঁও গ্রামের আবেদ আলীর ছেলে।
আহত ব্যক্তিরা হলেন কালমেঘ কাজিবস্তী গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে খলিল (৫০) ও বীরগঞ্জ উপজেলার চকমহাদেব গ্রামের আ. সামাদের ছেলে গোলাম মোস্তাফা (৩০)। এরা দুজনে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ ও ট্রাক এবং মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন