বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মুজিব শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার নিজস্ব অর্থায়নে বৃদ্ধা মর্জিনা বেগমের (৭০) জন্য পাকা ঘর তৈরি হচ্ছে। ঘর তৈরির কাজের উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি ) ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ড.কে এম কামরুজ্জামান সেলিম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়নের নতুন পাড়া গ্রামে মর্জিনা বেগমের বাড়িতে গিয়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরকুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল মামুন,সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসুসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এসময় আবেগ আপ্লুত বৃদ্ধা মর্জিনা বেগম জানান, নতুন ঘর পাওয়ার কথা তিনি ভাবতেও পারছিলেন না। এখন নতুন ঘর পাবেন বলে মনে অনেক শান্তি পাচ্ছেন। আগে ঝড়-বৃষ্টির সময় ভয়ে ঘুমাতে পারতেন না। এখন আর সেই ভয়ও থাকবে না। অশ্রুসিক্ত চোখে সীমাহীন কৃতজ্ঞতা জানালেন জেলা প্রশাসকের উপস্থিতিতে সকল প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতি।
জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম বলেন, বৃষ্টিতে ভেঙ্গে গেছে মর্জিনা বেগমের একমাত্র মাটির ঘর এ সংবাদটি বাংলাদেশ প্রতিদিনে দেখতে পেয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার নিজস্ব উদ্যোগে তিনি মর্জিনা বেগমের জন্য এ ঘর নির্মাণের উদ্যোগ নেন।
বিডি প্রতিদিন/হিমেল