২৫ নভেম্বর, ২০২০ ১৪:২০

শরীয়তপুরে ধর্ষণের পর গৃহবধূকে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে ধর্ষণের পর গৃহবধূকে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার চরভয়রা উকিলপাড়া গ্রামের হাওয়া বেগম (৪০) নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৩ জনকে ফাঁসি দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। একই সাথে ৯ জনকে খালাস দিয়েছেন আদালত। 

বুধবার সকাল ১১ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুস ছালাম খান এ আদেশ দেন। এ ছাড়া তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
 
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মধ্য কোদালপুর গ্রামের মৃত লুৎফুল খবিরের ছেলে মো. মোর্শেদ উকিল (৫৬), ডামুড্যা উপজেলার চর ঘরোয়া গ্রামের মৃত খোরশেদ মুতাইতের ছেলে আব্দুল হক মুতাইত (৪২) ও দাইমী চর ভয়রা গ্রামের মৃত মজিত মুতাইতের ছেলে মো. জাকির হোসেন মুতাইত (৩৩)। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। অন্য ৯ জন আসামি দোষী সাব্যস্ত না হওয়ায় তাদের বেকুসুল খালাস দেয়া হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর