জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। বুধবার জয়পুরহাট সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা ও আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মোলামগাড়ী থেকে শিশুসহ ৫ যাত্রী নিয়ে একটি সিএনজি জয়পুরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে জয়পুরহাট সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় মাল বহনকারী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়।
এ সময় ঘটনাস্থলেই অজ্ঞাত এক যাত্রী মারা যান এবং আহত ৫ জনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর এলাকায় সকালে ক্ষেত থেকে লাউ তুলে বাজারে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় দুখা চাকী নামে একজন নিহত হয়েছেন।
এ সময় তার ছেলে সুধা চাকী গুরুতর আহত হয়ে তাকেও শজিমেক হাসপাতালে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ