২৫ নভেম্বর, ২০২০ ১৯:১৩

বরিশালে শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদের দাবি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে শ্রমিক-কর্মচারি ঐক্য
পরিষদের দাবি দিবস পালন

রাষ্ট্রীয় পাটকল ও অন্যান্য কলকারখানা রক্ষা, করোনাকালীন সুরক্ষা, গণতান্ত্রিক শ্রম আইন, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষাসহ  ৯ দফা দাবিতে বরিশালে দাবি দিবস পালন করেছে শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদ। এ উপলক্ষ্যে সংগঠনের জেলা কমিটির ব্যানারে বুধবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট এ কে আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান, বরিশাল দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন, দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল বাশার আকন, সোনারগাঁও টেক্সটাইল মিলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক এবং হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নান্নু মিয়া।
 
বক্তারা অবিলম্বে বন্ধ পাটকল আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালুসহ শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সার্ভিস বুক প্রদান, প্রভিডেন্ড ফান্ড, গ্রাচ্যুয়িটি, দর্জি শ্রমিকদের জন্য সরকার ঘোষিত ২০১৮ সালের গেজেট বাস্তবায়ন, সোনারগাঁও টেক্সটাইলের লে-অফ প্রত্যাহার করে মিল চালু, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা, বিনামূল্যে করোনা পরীক্ষা, চিকিৎসা, আইএলও কনভেনশন অনুযায়ী মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দান, সকল শ্রমজীবী মানুষকে পূর্ণ রেশনিং সুবিধা প্রদান করা, ফিরে আসা প্রবাসী শ্রমিকদের তালিকা তৈরি করে আর্থিক সহায়তাসহ পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান। 

একই দাবিতে আগামী ১৮ ডিসেম্বর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বরিশাল বিভাগীয় কনভেনশন করার ঘোষণা দেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর