মাদারীপুরের রাজৈরে নিখোঁজের চারদিন পর আলী নুর শেখ (২০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আলী নুর উপজেলার হরিদাসদী গ্রামের বাবলু শেখের ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে পৌর এলাকার কাউন্সিলর শামীম মাতুব্বরের পুকুর থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আলী নুর বাকপ্রতিবন্ধী ছিলেন। তিনি গত ২৩ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, যুবকটি বাকপ্রতিবন্ধী ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি পানিতে পড়ে মারা গেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন