জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে বিএনপি ও জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ-গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্ত ছাড়ানোর প্রতিবাদে রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজার সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম হাফিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নিমাই কর্মকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল ওয়াহাব সরদার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতি হক সৌরভ, সহ-সভাপতি সাইদুল ইসলাম সাঈদ, সাধারণ সম্পাদক ইমরান সরদার প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর