৩০ নভেম্বর, ২০২০ ২১:৪৬

প্রকৃতি সচেতন যুবকের বাধায় প্রাণে বেঁচে গেল সুন্দরবনের অজগর

বাগেরহাট প্রতিনিধি

প্রকৃতি সচেতন যুবকের বাধায় প্রাণে বেঁচে গেল সুন্দরবনের অজগর

সুন্দরবন সন্নিহিত লোকালয়ের ধানক্ষেত থেকে অজগরটি ধরে গ্রামবাসী। পরে পিটিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তারা।ঠিক সেই মুহূর্তে রাসেল শরীফ নামে প্রকৃতি সচেতন এক যুবক হাজির হন ঘটনাস্থলে। তার বাধার মুখে বেঁচে যায় সুন্দরবন থেকে আসা অজগর সাপটি। পরে তিনি ৮ ফুট লম্বা অজগরটি একটি বস্তায় ভরে নিজের জিম্মায় নিয়ে সুন্দরবনের ওয়াইল্ড টিমের কর্মীদের খবর দিয়ে তাদের হাতে তুলে দেন।

সোমবার বিকেল তিনটার দিকে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের চালরায়েন্দা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সাপটি বিকেল পাঁচটার দিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সুন্দরবনের ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, চালরায়েন্দা গ্রামের আ. হক মুন্সীর সুন্দরবন সন্নিহিত লোকালয়ে ধানক্ষেত থেকে গ্রামবাসী অজগরটি ধরে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এমন সময় সচেতন যুবক রাসেল শরীফ জানতে পেরে ঘটনাস্থলে ছুটে গিয়ে সাপটি উদ্ধার করেন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) আ. মান্নান জানান, ৮ ফুট লম্বা এবং ১২ কেজি ওজনের অজগরটি রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর