৩০ নভেম্বর, ২০২০ ২১:৪৯

নোয়াখালীতে লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধের নির্দেশ, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধের নির্দেশ, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

নোয়াখালীতে একটি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অনিয়মের অভিযোগে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একজনের ৫০ হাজার টাকা জরিমানা করে ওই ভ্রাাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার, মেডিকেল অফিসার মো. সৌরভ ও র‌্যাব-১১ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলা সিভিল সার্জন। 
এ সময় বেসরকারি ওই হাসপাতালে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, হাসপাতালের অনলাইন রেজিস্ট্রেশন, ড্রাগ লাইসেন্স না থাকা, ১০ শয্যা হাসপাতালের জন্য জনবল না থাকা ও অব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মালিকপক্ষের একরামুল মোমেনিন ও শিব্বির আহমেদ নামের ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও হাসপাতালটিকে বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেয় ও পুলক নন্দি নামে একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করে। 
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, আমরা আজকে (সোমবার) নোটিশ করছি কালকের মধ্যে বন্ধ করে দেয়ার ব্যবস্থা করবো।  
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার জানান, হাসপাতালটির লাইসেন্স না থাকায় মালিক পক্ষের ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও হাসপাতালটিকে বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর