এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন- এ স্লোগানে সাভারে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
সাভার উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে এবং সাভার কর্মরত বিভিন্ন এনজিওদের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস কর্মকর্তা ডা. সাইমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক ডা নুসরাত জাহান সাথী, স্বাস্থ্য সহকারী পারভেজুর রহমান, কারিতাসে সুমন জন রোজারিও এডুকেটর, মাসুক পারভেজ, কামরুল হাসান, সাংবাদিক নাজামুল হুদাসহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা এইডসের ঝুঁকি থেকে সবাইকে নিরাপদ থাকতে বিভিন্ন ধরনের পরামর্শ ও পদ্ধতি গ্রহণের কথা জানানো হয়।
বিডি প্রতিদিন/ফারজানা