১ ডিসেম্বর, ২০২০ ২১:০৫

আগৈলঝাড়ায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

আগৈলঝাড়ায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটরিয়মে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ। সেমিনারে বক্তারা স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি উদ্ভাবন এবং এর প্রয়োগ ও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিসিএসআইআর’র প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. আহসান হাবীব।

পরে অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির ব্যবহার করে তৈরি করা বিভিন্ন জিনিসপত্র ও উপকরণের ৮টি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর