নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় ভারতীয় পণ্য বোঝাই একটি পিকআপসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার নাজিরপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন- নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ঘাগড়া গ্রামের মাজহারুল ইসলাম (২৬), নেত্রকোনা সদর উপজেলার পারভেজ (২০) এবং নেত্রকোনা সদরের সাতপাই এলাকার প্রিন্স সরকার (২৬)।
পুলিশ জানায়, জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকা নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় কসমেটিসসহ একটি পিকআপ আটক করা হয়। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। এসময় ৩ জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ