২ ডিসেম্বর, ২০২০ ১৫:০০

খাগড়াছড়িতে শান্তিচুক্তির ২৩তম বর্ষপূর্তি উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে শান্তিচুক্তির ২৩তম বর্ষপূর্তি উদযাপন

স্বাস্থ্যবিধি মেনে খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আনুষ্ঠানিকভাবে কেক কাটা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে পার্বত্য শান্তি চুক্তির ২৩তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

আজ বুধবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী, পৌর মেয়র মো. রফিকুল আলম, সাবেক এমপি যত্রিন্দ লাল ত্রিপুরা, মো. জাহেদুল আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে দিনটি উপলক্ষে জনসংহতি সমিতি (এমএন লারমা) জেলা কমিটির পক্ষ থেকে মারমা উন্নয়ন সংসদ কার্যালয়ে জেলা পরিষদে নির্বাচন দেয়া, ভূমি কমিশন কার্যকর করাসহ চুক্তি বাস্তবায়নের দাবীতে সমাবেশ করা হয়। 

সংগঠনের জেলা সভাপতি সুভাষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রমেন মণ্ডল।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর