নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনের নিচে পড়ে এক যুবক দ্বি-খণ্ডিত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটের ট্রেনে নগরীর ২নং রেলগেইট এলাকার মনির রেস্তোরা সংলগ্ন বটগাছের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম ও ঠিকানা জানা যায়নি। তবে, বয়স অনুমানিক ১৮ থেকে ২০ বছর বলে জানিয়েছে পুলিশ।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জের ২ নং রেল গেট এলাকায় পৌছালে ট্রেনে ওঠার সময় ছেলেটি ট্রেনের নিচে পড়ে যায়। পরে রেল লাইনের ২ পাশে ছেলেটির দ্বি-খণ্ডিত শরীর পাওয়া যায়।
তবে, ওই তরুণের মৃত্যুর তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) মোখলেসুর রহমান বলেন, ‘আমরা জানতে পেরেছি, ছেলেটি চলন্ত ট্রেনের উপর দিয়ে যাওয়ার সময় দুই বগির মাঝে পড়ে গিয়ে নিহত হয়েছেন।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন