ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভষ্মিভূত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজলোর কামারখালী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, উপজলোর কামারখালী বাজাররে মো. হাসান শেখের লেপ-তোষকের দোকান জান্নাত বডিং হাউজে তুলা ধুনার মেশিন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে ফরিদপুর, মাগুরা ও মধুখালী ফায়ার সার্ভিসের ৩টি ইউনটি ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/আল আমীন