শিরোনাম
৫ ডিসেম্বর, ২০২০ ১৪:৪৬

কামারখালী বাণিজ্যিক কেন্দ্র রক্ষার দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

কামারখালী বাণিজ্যিক কেন্দ্র রক্ষার দাবিতে মানববন্ধন

দুইশত বছরের প্রাচীন ফরিদপুরের কামারখালী বাণিজ্যিক কেন্দ্র রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মধুখালী উপজেলার কামারখালীর ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এই কর্মসূচি পালিত হয়।

স্থানীয় এলাকাবাসীর আয়োজন এই মানববন্ধন কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেয়। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, কামারখালী বাণিজ্যিক কেন্দ্র থেকে ইজারার মাধ্যমে প্রতি বছর ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা রাজস্ব আদায় করে থাকে সরকার। বাজারে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন স্থানীয় কয়েক হাজার পরিবার। 

আর এই বাজারের মধ্যবর্তী রাস্তা দিয়ে রেল লাইনের রাস্তা তৈরি হলে ব্যবসায়ীরা বেকার হয়ে পড়বে। তাদের দাবি মধুখালী-মাগুরা রেলের সড়কটি বাজারের উপর দিয়ে না নিয়ে পাশ দিয়ে স্থাপন করলে এলাকাবাসী উপকৃত হবেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর