কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শনিবার রাতে বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে পৌর শহরের জয়িতা মার্কেটে এসে এক সমাবেশ হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যখনই শান্তি ও ঐক্যের চূড়ান্ত পর্যায়ে রূপ নেয়, ঠিক তখনই পেছনে থেকে একাত্তরের স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠে। তারা কোনোদিনও সফল ছিল না, ভবিষ্যতেও সফল হবে না। জঙ্গি, মৌলবাদকে প্রতিহত করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিটি কর্মী সোচ্চার রয়েছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া, মো. মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বজলুল রহমান সংস্কৃতিবিষয়ক সম্পাদক শাহ্ আলম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান ভিপি হাবিব, উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজিম উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ