জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও গণসংগীত পরিবেশন করেছে মেহেরপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ বিকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট মেহেরপুর জেলা শাখার আহবায়ক অ্যাড. ইব্রাহীম শাহিনের সভাপতিত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব নিশান সাবের এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর থিয়েটারের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, পাবলিক লাইব্রেরীর সদস্য সচিব পিপি পল্লব ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল ও যুগ্ম আহবায়ক মতিয়ার হোসেন, সাংস্কৃতিক কর্মী শাশ্বত নিপ্পন, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন প্রমুখ।
এসময় একাত্বতা প্রকাশ করেন জেলা শিল্পকলা একাডেমি, অরণি থিয়েটার ও অরণি চিলড্রেন্স থিয়েটার, নটরাজ গ্রুপ থিয়েটার, সাহিত্য পরিষদ, মুজিবনগর উপজেলা শিল্পকলা একাডেমি, ঘাতক দালাল নির্মূল কমিটি, ব্যান্ড এসোসিয়েশন, মিউজিশিয়ান এসোসিয়েশন, আমঝুপি পাবলিক ক্লাব, দারিয়াপুর পাবলিক ক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক সংগঠনের শিল্পিরা গণসংগীত পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার