নোয়াখালীকে স্বামী পরিত্যক্তা এক নারীকে (২৮) থানায় নির্যাতনের অভিযোগ করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে ফের প্রকাশ্যে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। সদরের খলিফারহাট বারাহিপুর গ্রামের এ ঘটনায় শনিবার রাতে সুধারাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীকে নানা রকম হুমকি দিতো বখাটেরা। এ ঘটনায় মামলা করায় তারা ওই নারীর উপর হামলা চালায়। এদিকে, পুলিশ ঘটনার সাথে জড়িত ২ জনকে আজ রবিবার বিকেলে গ্রেফতার করেছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং ২ জনকে গ্রেফতার করা হয়েছে। কোন ধরনের ছাড় দেওয়া হবে না।
আহত নারী জানান, গত এক মাস আগে একই কায়দায় স্থানীয় ইউপি মেম্বার জহির উদ্দিনের সমর্থক মিরাজ, সবুজ, স্বপন ও মিলা রাতে তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে এসআই নুর নবী ও মিজান ঘটনাস্থল পরিদর্শন করলেও পরবর্তীতে ইউপি মেম্বার শালিশের নামে গড়িমষি করে।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে ফের ওই নারীকে প্রকাশ্যে মারধর করা হয়। বর্তমানে স্বামী পরিত্যক্ত ওই নারী বখাটেদের ভয়ে আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে এসআই নুর নবী ও সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে ইউপি মেম্বার জহির উদ্দিন জানান, অভিযুক্তরা আমার লোক নন। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/শফিক