ঘন কুয়াশার কারণে রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও সকালে কুয়াশার পরিমান আরও বেশি হওয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে মাঝ পদ্মার বিভিন্ন স্থানে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে নৌরুটের সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল শুরু করবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ