বাগেরহাটের মোরেলগঞ্জে আবাসিক হেফজখানার পিছন থেকে হাসিবুল ইসলাম (১০) নামে এক শিশু ছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় মামলাটি রেকর্ড হয়েছে। এর বাদী হয়েছেন নিহতের মা তাছলিমা বেগম।
এদিকে এ ঘটনায় শিশু সদনের বাবর্চি সিদ্দিকুর রহমান (৪৫) ও আবাসিক তত্ত্বাবধায়ক হাফেজ ফারুক হোসেনকে (৬০) এই মামলায় আজ দুপুরে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এর আগে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মোরেলগঞ্জ সদরের রহমাতিয়া শিশু সদন ও হেফজখানার নজরানা বিভাগের আবাসিক ছাত্র হাসিবুল শেখ (১০) এর মরদেহ হেফজখানার বাইরে থেকে উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, শিশু সদনের হেফজখানার ভেতরের কোনো বিষয় নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রহমাতিয়া শিশু সদনের তত্ত্বাবধায়ক ও বাবুর্চিকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর