ব্যাডমিন্টন খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে শান্ত নামে সাতক্ষীরার এক এসএসসি পরীক্ষার্থী।
গতকাল রবিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। নিহত শান্ত হাসপাতালের সুইপার পাড়ায় থাকতো। তার বাবার নাম বাবু লাল। সে ছিল এবারের এসএসসি পরিক্ষার্থী।
সদর থানার অফিসার ইনর্চাজ মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ