দেশের ৬টি চিনিকল বন্ধের প্রতিবাদে চুয়াডাঙ্গার কেরু এন্ড কোম্পানি চিনিকলের শ্রমিকরা দুই ঘন্টা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার সকালে শ্রমিকরা চিনিকলের সামনে এক আলোচনা সভা ও বিক্ষোভ করে। সকাল ৮-১০টা পর্যন্ত কর্মবিরতি চলে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেরুজ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী। বক্তৃতা দেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ চিনিকলের শ্রমিক নেতারা। শ্রমিকরা তাদের বক্তৃতায় বলেন, শ্রমিকদের ৬ দফা দাবি মানতে হবে। চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ