মহামারী করোনা প্রতিরোধ ও মোকাবেলায় ঝিনাইদহে সর্ব-সাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল থেকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুরসহ শহরের বিভিন্ন স্থানে র্যাব-৬’র পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
এসময় মাস্ক না পরে শহরে চলাচলকারী সব শ্রেণির মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন।
এদিকে গণ-পরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য র্যাবের পক্ষ সবাইকে সচেতন করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর