বগুড়ার শেরপুরে মাস্ক না পরে বাইরে অহেতুক ঘোরাফেরা করায় ১৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার (০৬ডিসেম্বর) সন্ধ্যারাতে উপজেলার বনমরিচা স্ট্যান্ড, বনমরিচা বটতলা বাজার, বাগড়া কলোনি মোড় এলাকায় উপজেলা প্রশাসনের এই অভিযানে মাস্ক না পরায় ৮ জনের নিকট থেকে ১ হাজার ২৬০ টাকা জরিমানা আদায় করা হয়।
এরআগে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ব্র্যাক বটতলা, চৌমুহনী বাজার, জামাইল বাজার, বিশালপুর বাজার, দড়িমুকুন্দ চার রাস্তার মোড় এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরায় ১০ জনকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।
এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। এসময় শেরপুর থানা পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন। অভিযানকালে প্রাণঘাতী এই ভাইরাস থেকে মুক্তি পেতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করার জন্য বাস-ট্রাক, সিএনজি শ্রমিক-যাত্রীসহ উপস্থিত লোকজনকে উদ্বুদ্ধ করা হয়। একইসঙ্গে মাইকযোগে গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এই তথ্য নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। সেই নির্দেশনা বাস্তবায়ন করতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। নিম্ন আয়ের লোকজনের যাদের মাস্ক ছিল না তাদের সবাইকে সচেতন করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক দেয়া হয়েছে। পাশাপাশি ঘরের বাইরে মাস্ক ছাড়া কেউ যেন বের না হয় সেজন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু মাস্ক ছাড়া অহেতুক বাইরে ঘোরাফেরায় উক্ত ব্যক্তিদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল