মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার আসার পথে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে ডাম্ব ফেরি রাণীগঞ্জের তলায় ফাটলের সৃষ্টি হয়। যাত্রী ও যানবাহন ঘাটে নামিয়ে দেয়ার পরে নোঙর করা হলে ডুবে যায় ফেরিটি। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
বিআইডব্লিউটিএ'র বাংলা বাজার ঘাটের সহকারী ম্যানেজার ভজন কুমার সাহা জানান, গতকাল রবিবার (৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে ডাম্ব ফেরি রানীগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে ২২টি যানবাহন নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসার সময় নদী খননের ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লাগে। এতে ফেরিটির তলা ফেটে যায়। পরে দ্রুত ফেরিটিকে বাংলাবাজার ঘাটে এনে যানবাহন নামিয়ে নোঙর করে রাখা হয়। পরে সকালে ফেরির ভিতরে পানি প্রবেশ করে পুরো ফেরিটি ডুবে যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ