সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গোরেপুশর গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ বাড়ির গৃহকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। এ হত্যায় জড়িত যুক্তরাজ্য প্রবাসী কামরান আব্দুল হাইসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের স্বজনরা।
আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার নৈনগাঁও গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহতের শাশুড়ি কমলা বেগম ও স্ত্রী লাভলী বেগম।
সংবাদ সম্মেলনে নিহতের শাশুড়ি বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে যুক্তরাজ্য প্রবাসী কামরান আব্দুল হাইয়ের নির্দেশে তার মামাতো ভাই ও তাদের ছেলেরা আমার জামাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনার দিন সালামকে যুক্তরাজ্য প্রবাসী কামরান আব্দুল হাইয়ের বোন রইছুন বেগম ও ভাগনে ইসলাম চোখ বেধে নিয়ে যায়।
এরপর পরিকল্পিতভাবে তাকে দিয়ে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায়। পরে তাকে হত্যা করে আসামিরা। এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত সালামের চাচা আজর আলী, আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী প্রমুখ। উল্লেখ্য, এর আগে সালাম হত্যাকারীদের বিচার দাবিতে এলাকাবাসী মানববন্ধনও করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর