করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও এ ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে র্যাব-৬ যশোর কোম্পানির পক্ষ থেকে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার সকালে যশোর শহরের মণিহার চত্বরে এ মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন র্যাব-৬ সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার এম সরোয়ার হুসাইন।
উদ্বোধনের সাথে সাথে শহরের জেস টাওয়ার, দড়াটানা, সদর হাসপাতাল, নিউমার্কেট, শংকরপুর বাস টার্মিনাল ও মুড়োলি এলাকায় একযোগে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়। মাস্ক বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল