জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
আজ সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বর থেকে স্বেচ্ছাসেবক লীগ ও সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বর থেকে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়া গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল করে। পরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে তারা মানববন্ধন করে।
এসব সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ