গাজীপুরের শ্রীপুর পৌর সভার ভাংনাহাটী এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ আজ সোমবার থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ধর্ষণ মামলার আসামিরা হলেন- ভাংনাহাটী গ্রামের রফিকের ছেলে সেলিম (৩০), মৃত কলিম উদ্দিন ড্রাইভারের স্ত্রী কাজল রেখা (৪৫) ও তার ছেলে পরান মিয়া (২৬)।
মামলার বরাতে জানা যায়, ভুক্তভোগীর পরিবারের সাথে অভিযুক্তদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গত শনিবার বিকেলে প্রতিবেশী ফারুকের বাড়িতে ওই গৃহবধূকে কথা বলার জন্য ডাকেন সেলিম। এ সময় গৃহবধূ কথা বলার জন্য ফারুকের বাড়িতে গেলে তাকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন। এরপর এ ঘটনা বাইরে প্রকাশ করলে তাকে গণ-ধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে অভিযুক্ত সেলিম চলে যান।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় নিয়মিত মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
বিডি প্রতিদিন/আবু জাফর