ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ-সংগঠনের উদ্যোগে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি পৌর সুপার মার্কেট থেকে বের হয়ে পৌর সদরের সড়কগুলো প্রদক্ষিণ করে কসবা প্রেসক্লাব চত্বরে সমবেত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী। এসময় উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভুইয়া বকুল, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়াম্যান মো.মনির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সরকার, কসবা পৌরসভার প্যানেল মেয়র মো. আবু জাহের, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মো.আফজাল হোসেন রিমন, যুগ্ম-আহ্বায়ক কাজী মানিক ও আশরাফুল ইসলাম, পৌর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিকুল ইসলাম আলমগীর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সরকার, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার