ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাবাড়িয়া এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল অফিসের সসদ্যরা মাদকসহ ট্রাকটি জব্দ করেন। এসময় ট্রাকে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিজয়নগরের চান্দুরা থেকে ছেড়ে আসা একটি ট্রাককে ধাওয়া করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় সরাইলের রাজাবাড়িয়া এলাকায় ট্রাকটি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ট্রাকটি তল্লাশি করে একশত কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এদিকে বিজয়নগরের কাশিনগরে মাদক ব্যবসায়ী জহিরের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১০০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করে। এসময় জহির পালিয়ে যায়। এসব মাদক উদ্ধারের ঘটনায় সরাইল ও বিজয়নগর থানায় পৃথক মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার