টাঙ্গাইলের কালিহাতীতে বাসের চাপায় ব্যাটারি চালিত অটোচালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন (২৬) কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামের ছানোয়ার ছেলে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আয়ূবুর রহমান বলেন, উপজেলার সল্লা এলাকায় একটি অটো রেললাইন অতিক্রম করে মহাসড়কে উঠছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস ওই অটোটিকে পিছন দিক থেকে চাপা দেয়। পরে তাকে গুরুত্বর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। নিহতের লাশ টাঙ্গাইল জেনালের হাসপাতালের মর্গে রয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার