বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরে পুলিশি পাহারায় রয়েছে বঙ্গবন্ধুর ৩টি ম্যুরাল। সোমবার সকালে নন্দীগ্রাম বাসষ্ট্যান্ডে বঙ্গবন্ধু ম্যুরালে পুলিশের এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।
বগুড়ার নন্দীগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) আব্দুর রশিদ সরকার জানান, শুধু ম্যুরালই না, উপজেলার সকল স্থানের নিরাপত্তা ব্যবস্থা আগেও ছিল এখনো আছে। নন্দীগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরালগুলো নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দিনরাত ২৪ ঘণ্টা ম্যুরালের কাছে পুলিশ অবস্থান করছে।
জানা গেছে, বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরের নির্মিত উপজেলা পরিষদে, মুক্তিযোদ্ধা সংসদের সামনে ও বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধুর ম্যুারাল নির্মিত হয়। তিনটি ম্যুরালের নিরাপত্তা জোরদার করেছে থানা পুলিশ। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে নন্দীগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ।
বিডি প্রতিদিন/আল আমীন