মানিকগঞ্জে ইয়াবা সেবনের দায়ে তিনজনকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে জয়রা কলেজ রোডের সেন্ট্রাল পার্ক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তিনজনকে আটক এবং তাদের কাছ থেকে ইয়াবাসহ ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ২৭ হাজার ৮০ টাকা উদ্ধার করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডদেশ দেন এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আগুনে পুড়ে ধ্বংশ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলো সেন্ট্রাল পার্ক আবাসিক হোটেলের মালিক মসিউর রহমান মাসুদ (৪৪), মো. কায়ুম খান (৫০) ও মহসিন (৪০)। মহসিন ছাড়া অপর দুইজনের বাড়ি মানিকগঞ্জে। মহসিন বরিশালের কোতয়ালী থানার কাশিমপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তাদের প্রত্যেকেকে ছয়মাসের জেল দেয়া হয়। হোটেল মালিক মসিউর রহমান মাসুদকে জেলসহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন