ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ বিআরটিসি বাস ও দুইটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৮ জন নিহত হয়েছেন।
সোমবার বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারস্থ শাহ মুশকিল আহসান (র.) মাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, ঢাকা থেকে সিলেট গামী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো পরিবহনের বাসের সাথে জনতার বাজার হতে পানিউমদা গামী যাত্রীবাহী দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনকভাবে উদ্ধার আরও তিনজনের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক