দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে জাহিদ ইকবাল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত জাহিদ ইকবাল (২৭) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামের ফরমান আলীর ছেলে।
বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) মো. সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সন্ধার আগে ৫টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে পার্বতীপুর থেকে জ্বালানির তেল নিয়ে একটি ট্যাংক লরি বিরামপুর যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হলে আরোহী জাহিদ গুরুতর আহত হন। তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার