কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার দুপুরে উপজেলা শহরের রেলগেট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল।
বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান, যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, তাঁতী লীগের সভাপতি শাহাজাহান সরকার, কৃষকলীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন নয়ন, মনজুরুল হক চৌধুরী প্রমুখ।
এরআগে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন