ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ছাড়া বিশ্ব হবে নিরাপদ স্থান। ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন আলী শামখানি। খবর পার্সটুডের।
তিনি আরো বলেন, সিরিয়ার মাটিতে মার্কিন সেনাদের অবস্থানের অর্থ হচ্ছে আরব এ দেশটির তেল সম্পদ লুটপাট, ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষা এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে শক্তিশালী করা। তিনি বলেন, এ অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতির অবশ্যই অবসান ঘটাতে হবে।
আলী শামখানি বলেন, ইসরায়েল তার অস্তিত্বের জন্য মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই রক্তপিপাসু সরকারের বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়ানো।
তিনি জোরালো ভাষায় বলেন, কোনো সন্দেহ নেই ইহুদিবাদী ইসরায়েল ছাড়া বিশ্ব হবে নিরাপদ স্থান। যেসব আরব রাষ্ট্র অপমানজনকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে তাদের ভাগ্যে লিবিয়া এবং সুদানের উৎখাত হয়ে যাওয়া শাসকদের পরিণত রয়েছে।
আলী শামখানি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে শক্তভাষায় আশ্বাস দিয়ে বলেন, আগ্রাসন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সিরিয়াকে কখনো একা ফেলে যাবে না ইরান। উল্লেখ্য, এর আগে ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফের সঙ্গে বৈঠক করেন ফয়সাল মিকদাদ।
বিডি-প্রতিদিন/শফিক