কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে শওকত আলী (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মধ্যেরচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পাকুন্দিয়া পল্লী বিদ্যুতের আওতাধীন কোদালিয়া উপকেন্দ্রের লাইনম্যান ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার মোটরসাইকেলে করে তিনি কাজে বের হন। রাত ৮ টার দিকে কোদালিয়া চৌরাস্তায় মোটরসাইকেলের সাথে একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারওয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার