বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউপি নির্বাচন স্থগিত হলেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ উলানিয়ার পশ্চিম সুলতানী ও যাদুয়া গ্রামে স্থগিত নির্বাচনে নৌকা ও আনারস (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
এতে নৌকা প্রতীকের সমর্থকদের ১৯ বসতঘর ও ২ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ ধারালো অস্ত্রের আঘাতে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে আলমগীর মাঝি (৪০) ও মিরাজ সিকদার (২২)-কে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, দক্ষিণ উলানিয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ