যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে আসা বরিশাল নগরীর কাউনিয়া এলাকার এক কিশোরকে আবারও শিশু কেন্দ্রে পাঠানো হয়েছে।
পালিয়ে আসা শিশু অপরাধী মাইনুর রহমান সাকিব মুন্সি মঙ্গলবার (৮ ডিসেম্বর) আইনজীবীর মাধ্যমে বরিশাল শিশু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। শিশু আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ তার জামিন আবেদন না মঞ্জুর করে ফের তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন।
হত্যা মামলায় অভিযুক্ত শিশু অপরাধী সাকিব মেট্রোপলিটনের কাউনিয়া থানার শায়েস্তাবাদের আটহাজার মুন্সি বাড়ির মৃত মোস্তফা মুন্সির ছেলে এবং নগরীর পুরানপাড়া এলাকার কামাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।
শিশু আদালতের বেঞ্চ সহকারি আজিবর রহমান জানান, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে নগরীর পুরানপাড়া মারকাজুল ইসলাম এছহাকিয়া মাদ্রাসা এলাকায় মার্বেল খেলা নিয়ে বিরোধের জের ধরে হেলাল হোসেন মৃধা কল্পনা নামে এক ব্যক্তির ঘাড়ে একটি ঘুষি দেয় সাকিব। এতে ওই ব্যক্তি অচেতন হয়ে মারা যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় ওইদিনই কাউনিয়া থানায় মাইনুর রহমান সাকিবকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী নুপুর বেগম। ওই দিনই শিশু আপরাধী সাকিবকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে শিশু আদালতে সোপর্দ করা হলে বিচারক সাকিবকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। সেখান থেকে মাইনুর রহমান সাকিবসহ ৪ জন জানালা ভেঙ্গে পালিয়ে যায়। মঙ্গলবার সাকিব আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন করলে বিচারক ওই নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ