ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল চরম ব্যাহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টা থেকে সেতুর উপরে কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় দুর্ঘটনা এড়াতে সেতুর উপর দিয়ে যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হয়। এতে সেতুর পশ্চিমপাড়ে থেমে থেমে যানবাহন চলতে থাকে।
বুধবার ভোররাত চারটার দিকে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেন ও টোল আদায় বন্ধ রাখা হয়। এতে পশ্চিমপাড় থেকে সিরাজগঞ্জ গোলচত্বর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় আড়াই ঘণ্টা পর টোল আদায় শুরু হলে পুনরায় থেমে থেমে যানবাহন চলাচল শুরু হয়। এতে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে পুলিশ-প্রশাসনের সহযোগিতায় যাত্রীবাহী বাস চলাচলের সুযোগ করে দেয়া হলেও পণ্যবাহী ট্রাকের দীর্ঘলাইন রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়া থানার উপ-পরিদর্শক সাকাওয়াত হোসেন জানান, ঘনকুয়াশার কারণে গতকাল রাত থেকেই যানজট শুরু হয়েছে। ভোররাতের দিকে কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় দুর্ঘটনা এড়াতে সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়। সকাল সাড়ে নয়টার পর যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে পণ্যবাহী ট্রাকের যানজট রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল