ঘন কুয়াশায় ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল শুরু হওয়ার পর পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন পারাপার শুরু করেছে ঘাট কর্তৃপক্ষ।
বুধবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার রাত ১০টা থেকে পদ্মা নদীতে কুয়াশা থাকার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি ফেরি চলাচলের বিষয়টি নিশ্চত করে বলেন, মঙ্গলবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে ৫টি ফেরি। সকাল ১০টার সময় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তিনি বলেন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ