সরকার কর্তৃক বন্ধ ঘোষিত পঞ্চগড় চিনিকলের শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া প্রধানমন্ত্রী বরাবর তারা স্মারকলিপিও দিয়েছে। বুধবার সকালে চিনিকল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
এসময় প্রায় সহস্রাধিক শ্রমিক কর্মচারী অংশ নেয়। মিছিলে তারা চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগসহ চিনিকল চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। তারা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করে। পরে শ্রমিক কর্মচারি নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি স্মারকলিপি প্রেরণ করে।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন স্মারকলিপি গ্রহণ করেন। আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতিবাজ কর্মকর্তা, মাথাভারি প্রশাসন, ক্রয় বিক্রয়ে দুর্নীতিসহ নানা কারণে চিনি শিল্পের ভঙ্গুর অবস্থা। এ ব্যাপারে শ্রমিক কর্মচারিদের কোন সংশ্লিষ্টতা নেই বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে আরও বলা হয় মিয়ানমার থেকে আসা ১৩ লক্ষ উদ্বাস্তুকে আশ্রয় দিয়ে পৃথিবীর বুকে ইতিহাস সৃষ্টিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কর্পোরেশনের চেয়ারম্যান সনত কুমার সাহা চিনিকলের ব্যাপারে ভুল বুঝিয়ে বিভ্রান্তিতে ফেলেছেন। চিনির উৎপাদন খরচ ৭০ থেকে ৮০ টাকার বেশি কখনোই হবে না। রেল, বিমান, বিদ্যুৎ এর মতো চিনি শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের ভর্তুকি দিয়ে রাজস্ব খাতের আওতায় আনা হলে চিনি শিল্প ঘুরে দাঁড়াবে বলে স্মারকলিপিতে দাবি করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল