কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি অব্যাহত রয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জেলার সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের লোকজন অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, আওয়ামী লীগ নেতা ভজন সরকার, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, আসাফোর সম্পাদক নাঈম সুলতানা লিবন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারী মৌলবাদ গোষ্ঠীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর এখনই সময়।
বিডি প্রতিদিন/হিমেল